মির্জাগঞ্জে ইউঃভৃমি সহকারীর বিরুদ্ধে ঘুষ নেওয়ার অভিযোগ

0
89

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলার দেউলী সুবিদখালী ইউনিয়ন ভুমি সহকারী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলামের বিরুদ্ধে অতিরিক্ত টাকা নেওয়ায় উপজেলা নির্বাহী অফিসার বরাবরে ভুক্তভোগী অভিযোগ করেছেন।

অভিযোগ সুত্রে জানাযায় গত ১৬ ই মার্চ পুর্ব সুবিদখালী গ্রামের মৃত্যু মোঃ আতাহার আলী মোল্লার ছেলে মোঃ শামিম মোল্লা উপজেলা ভুমি অফিসে ২০ শতাংশ জমির রেকর্ড করতে চাইলে ভুক্তভোগীর কাছে সহকারী কর্মকর্তা প্রথমধাপে ১ লক্ষ ২য় বার ৫০ হাজার ৩য় ধাপে ২০ হাজার টাকা চায়। ভুক্তভোগীর কাছে এত টাকা দেওয়া সম্ভব না বলে। পরবর্তীতে বিশ শতাংশ জমি দাখিলা করতে ৩ হাজার টাকা নেয়।

ভুক্তভোগী শামিম নিজে পরতে না পেরে অন্য একজনকে দাখিলার জমা রশিদ পরাইলে তিনি জানতে পারেন দাখিলা ২৩১ টাকার রশিদ লিখে দিয়েছেন বাকি ২৭৬৯ টাকা ফেরত পাওয়া সহ তার অনিয়ম দুর্নীতি জন্য আইনগত শাস্তি দাবি করেন।

ইউঃ ভুমি সহকারী কর্মকর্তা বলেন, তিনি রশিদের বাহিরে টাকা নেওয়া হইনি।

এ ব্যাপারে মির্জাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোসাঃ তানিয়া ফেরদৌস বলেন, তদন্ত সাপেক্ষে ব্যবস্থা গ্রহন করা হবে।