অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে জামালপুর প্রশাসনের অভিযান, তবুও বন্ধ হচ্ছে না বালু উত্তোলন

0
109

আবু সায়েম মোহাম্মদ সা-‘আদাত উল করীম : সোমবার ২২ মার্চ বেলা ১২টায় জামালপুর সদর উপজেলার ছনকান্দা এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের জন্য ব্যবহৃত অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়। অভিযান পরিচালনাকালে অপরাধী কাউকে পাওয়া যায় নি। ব্রক্ষ্মপুত্র ব্রীজের নিচে থেকে ড্রেজার দিয়ে বালু উত্তোলন করায় ব্রীজটি হুমকির মুখে পতিত হচ্ছে।বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন,২০১০ অনুযায়ী উক্ত মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

জামালপুর সদর এসিল্যান্ড মাহমুদা বেগম বলেন জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য এই অভিযানসহ মার্চ মাসে জামালপুর সদর উপজেলার বিভিন্ন স্থানে তিনটি ভ্রাম্যমান আদালতের এই বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এছাড়াও চলতি বছর আরও বেশ কিছু অভিযান পরিচালনা হয়েছে। তবুও কোন ভাবেই বন্ধ হচ্ছে না অবৈধভাবে বালু উত্তোলন।

গত ১৬ মার্চ জামালপুর সদর উপজেলার মেষ্টা ইউনিয়নের ভাদুরীপাড়ায় ও ব্রীজের নিচে স্থাপিত বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনাকালে অবৈধ ড্রেজার ধ্বংস করা হয়।

অবৈধ ড্রেজার দিয়ে মাটি ও বালু উত্তোলনের ফলে ফসলী জমির ব্যাপক ক্ষতি ও ব্রীজের ক্ষতি সাধিত হচ্ছিল, মানুষের ভোগান্তি হচ্ছিল, প্রান্তিক চাষীগণ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের শিকার। জনসার্থে এ অভিযান চালানো হয়। কিন্তু এছাড়াও চলতি মাসের

১০ তারিখে জামালপুর সদর উপজেলায় ছনকান্দা এলাকায় আরও একটি অবৈধভাবে বালু উত্তোলনের জন্য বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ অনুযায়ী দুই ব্যক্তিকে ৫০,০০০/- টাকা জরিমানা করা হয়। সেই সাথে ১টি ড্রেজার ও পাইপ ধ্বংস করা হয়। জেলা প্রশাসনের নিরলস অভিযানের মাধ্যমে ড্রেজার ধবংস ও জরিমানা স্বত্বেও ভূমিদস্যু ও অবৈধ বালু উত্তোলনকারীদের কোন ভাবেই দমানো যাচ্ছে না। অবৈধভাবে বালু উত্তোলন করি হচ্ছে এমন এলাকার স্থানীয় জনসাধারণ মনে করেন সরকার ও প্রশাসনের আরও কঠোর আইন প্রয়োগের মাধ্যমে তাদেরকে দমন করা সম্ভব।