পুঠিয়ায় জেলা পুলিশের মাস্ক বিতরণ ও উদ্বুদ্ধকরণ কর্মসূচি

0
140

পুঠিয়া প্রতিনিধিঃ সারাদেশে করোনা ভাইরাসের প্রকোপ বৃদ্ধি, করোনা প্রাদুর্ভাব প্রতিরোধে বিভিন্ন কার্যক্রমের অংশ হিসেবে,পুঠিয়া উপজেলার বানেশ্বর ট্রাফিক মোড়ে “মাস্ক পরার অভ্যেস, কোভিডমুক্ত বাংলদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে মাস্ক বিতরণ ও বিশেষ উদ্বুদ্ধকরণ কর্মসূচি অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রবিবার সকাল ১১টায় রাজশাহী জেলা পুলিশের আয়োজনে এই কর্মসূচিতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, রাজশাহী রেঞ্জের ডিআইজি আব্দুল বাতেন, বিপিএম, পিপিএম। রাজশাহী পুলিশ সুপার এবিএম মাসুদ হোসেন বিপিএম,(বার) এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মাহামুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি মতিউর রহমান সিদ্দিকি।

অতিরিক্ত পুলিশ সুপার (পুঠিয়া সার্কেল) ইমরান জাকারিয়া, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ রেজাউল ইসলাম, পুঠিয়া থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আনোয়ার হোসেন, রাজশাহী জেলা যুবলীগের সহ-সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী ওবায়দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানের শেষে জেলা পুলিশের পক্ষ থেকে পথচারী, দোকান মালিক ও কর্মচারীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।