মহেশপুরে দালালসহ ১৪ বাংলাদেশী নাগরিক আটক

0
95

মহেশপুর ,ঝিনাইদহ থেকে মো: আজাদ: ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার লেবুতলা গ্রামের লিটনের বাড়ির সামনে বাশ বাগানের মধ্যে হতে বাংলাদেশী নাগরিক ১৩ জনকে (পুরুষ- ০৭ জন, নারী- ০৩ জন এবং শিশু- ০৩ জন) (এক) বাবুল সরকার (২৫), পিতা নির্মল সরকার,গ্রামঃ নয়ানগর, পোঃ বাজিতপুর, থানাঃ রাজৈর, জেলাঃ মাদারীপুর (দুই) রাজিব কুমার বিশ্বাস (২৫), পিতাঃ রসিক লাল বিশ্বাস, গ্রামঃ সালদা, পোঃ নহাটা, থানাঃ মোহাম্মদপুর, জেলাঃ মাগুরা, (তিন) মোঃ মিজান (৩৮), পিতা আঃ মান্নান, গ্রামঃ উত্তর কলারন, পোঃ চন্ডিপুর হাট, থানাঃ ইন্দুরকানি, জেলাঃ পিরোজপুর, (চার) মোঃ নাজমুল হাসান (১৮), পিতা আঃ সাত্তার হাওলাদার, গ্রামঃ শান্তিনগর, পোঃ জলমা, থানাঃ বটিয়াঘাটা, জেলাঃ খুলনা, (পাচ) সনিয়া বেগম (২৫), স্বামী মোঃ নাজমুল ইসলাম, গ্রাম- আলআমিন রোড়, পোঃ যাত্রাবাড়ী, থানাঃ ডেমরা, জেলাঃ ঢাকা, (ছয়) মোঃ শান্ত (০৬) (সাত) মোঃ সিফাত (০২) উভয়ের পিতা মোঃ নাজমুল ইসলাম, (আট) মোঃ হাসিবুল (২৫), পিতা মোঃ নুর ইসলাম, (নয়) মোছাঃ নাজমিন আকতার (২২) স্বামীঃ মোঃ হাসিবুল সকলের গ্রামঃ লষ্করপুর, পোঃ+থানাঃ চৌগাছা, জেলাঃ যশোর, (দশ) মোঃ ফারুক (৩৫), পিতা মোঃ রেজাউল, (এগারো) মোছাঃ জোৎস্না খাতুন, (৩২), স্বামী- মোঃ ফারুক, (বারো) মোঃ হারাছ (০২), পিতা- মোঃ ফারুক উভয়ের গ্রামঃ ঝাপা, পোঃ ঝাপা বাজার, থানাঃ মনিরামপুর, জেলাঃ যশোর, (তেরো) মোঃ আজিম প্রমানিক ৪৭), পিতা মৃত খানবাহাদুর প্রমানিক, গ্রামঃ বালুকোড়া, পোঃ+থানাঃ সিংড়াই, জেলাঃ নাটোরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টাকালে আটক করা হয়।

এছাড়াও অবৈধভাবে সীমান্ত পারাপারে সহায়তাকারী দালাল বাংলাদেশী নাগরিক (পুরুষ ০১ জন) মোঃ হাসাসুর (৪৫), পিতাঃ মোঃ আতাহার মন্ডল, গ্রামঃ+পোঃ জলুলী, থানাঃ মহেশপুর, জেলাঃ ঝিনাইদহকে আটক করা হয়।

আটককৃত বাংলাদেশী নাগরিকদেরকে অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে গমনের চেষ্টা করা এবং অবৈধভাবে বাংলাদেশ হতে ভারতে পারপারে সহায়তা করার অপরাধে বাংলাদেশ পাসপোর্ট অধ্যাদেশ ১৯৭৩ এর ১১(১)(গ) ধারায় ঝিনাইদহ জেলার মহেশপুর থানায় মামলা দায়ের ও সোপর্দ করার কার্যক্রম প্রক্রিয়াধীন।