আউশ ধান রোপনে কৃষকদের সহযোগিতা করুণ : মহসিন ভুইয়া

0
96

করোনাকালে যারা কৃষকের ধান কাটার নামে ফটোসেসন করেছেন, কৃষকের কাচা ধান কেটে তার ক্ষতির সম্মুক্ষিন করেছেন তাদের বাদ দিয়ে দয়া করে কৃষকের সন্তানদের আউশ ধান রোপনে কৃষদের সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন জাতীয় কৃষক-শ্রমিক মুক্তি আন্দোলনের সমন্বয়ক মো. মহসিন ভুইয়া।

মঙ্গলবার (২ জুন) কুমিল্লায় প্রান্তিক কৃষক আবদুল মালেক ভুইয়া’র জমিতে আউস ধানের চারা রোপনকালে তিনি এ আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশ-কৃষি-কৃষক এই তিনটি নাম একই সুতোয় গাঁথা। এখন বাংলাদেশের একমাত্র কৃষিখাত ছাড়া আর সব খাতই করেনার ছোবলে চরমভাবে ক্ষতিগ্রস্ত৷ আর এই কৃষিখাতকেও কতদিন ধরে রাখা যাবে তা নির্ভর করছে সার, বীজ ও কীটনাশকের সরবরাহ সহযোগিতার উপর৷ এই পরিস্থিতিতে কৃষকদের পাশে দাড়ানোর জন্য সরকারকে কার্যকরী পদক্ষেপ গ্রহন করতে হবে।

তিনি আরো বলেন, কৃষি প্রধান এই দেশে, কৃষিই বাংলাদেশের উন্নয়ন ও সমৃদ্ধির একমাত্র হাতিয়ার। জয়হোক কৃষকের।