জাপানে সুনামি সতর্কতা প্রত্যাহার

0
96

জাপানে ভূমিকম্পের পর জারি করা সুনামি সতর্কতা প্রত্যাহার করে নিয়েছে দেশটির কর্তৃপক্ষ। এর আগে শনিবার স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ৯ মিনিটে সাত দশমিক দুই মাত্রার এই ভূমিকম্প আঘাত হানে।

জাপানের মেটেরোলজিকাল এজেন্সির তথ্যানুসারে, দেশটির মিয়াগি প্রশাসনিক অঞ্চলের উপকূল থেকে অল্প দূরে প্রশান্ত সাগরে সমুদ্রতলের ৬০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল। রাজধানী টোকিও থেকেও এই ভূমিকম্প অনুভূত হয়েছে।

স্থানীয় টোহোকু ইলেকট্রিক পাওয়ার কোম্পানি জানিয়েছে, ভূমিকম্পের কারণে মিয়াগি অঞ্চলের বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ভূমিকম্পের ফলে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, ভূমিকম্পে ওই অঞ্চলের পরমাণু শক্তিকেন্দ্রের অবস্থা পরীক্ষা করা হচ্ছে।

জাপানের উত্তর-পূর্ব অঞ্চলে ২০১১ সালে আঘাত হানা ভয়াবহ সুনামির ১০ম বার্ষিকীর মধ্যেই এই দুর্যোগের ঘটনা ঘটলো। ২০১১ সালে মিয়াগিসহ দেশটির উত্তর-পূর্বাঞ্চলে নয় মাত্রার এক ভূমিকম্পের পর বিধ্বংসী এক সুনামি আঘাত হানে, যাতে ফুকুশিমাতে অবস্থিত দাইছি পরমাণু শক্তিকেন্দ্র বিধ্বস্ত হয়।

সূত্র : ডেইলি সাবাহ