ঢাকা ছাড়লেন মাহিন্দা রাজাপাকশে

0
102

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে দুদিনের সফরসূচি অনুসারে বিকেল শনিবার (২০ মার্চ) বিকেল পাঁচটায় বঙ্গভবনে আসেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকশে। রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ তাকে বঙ্গভবনে স্বাগত জানান।

এরপর রাষ্ট্রপতি আবদুল হামিদ ও শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী সৌজন্য সাক্ষাৎ করেন। তারা কুশল বিনিময়ের পাশাপাশি দুদেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। পরে বঙ্গভবনে পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। রাষ্ট্রপতির সঙ্গে সাক্ষাতের মধ্যদিয়েই শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী দু’দিনের ঢাকা সফর শেষ করেন।

বঙ্গভবন থেকে সরাসরি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যান শ্রীলংকার প্রধানমন্ত্রী। বিমানবন্দরে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন ও বাণিজ্যমন্ত্রী টিপু মুন্সী শ্রীলংকার প্রধানমন্ত্রীকে অনুষ্ঠানিক বিদায় জানান।

এরপর শ্রীলঙ্কান এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকা ত্যাগ করেন তিনি।