গোপালপুরে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

0
80

মো.নুর আলোম, গোপালপুর প্রতিনিধি: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম বার্ষিকী উপলক্ষে খন্দকার আসাদুজ্জামান ওয়েলফেয়ার এর উদ্যোগে কুমুদিনি হসপিটাল এর সহযোগিতায় গোপালপুর ও ভুয়াপুর বাসি চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হয়েছে।

নারুচি স্কুল এন্ড কলেজে (১৭ মার্চ) বুধবার সকাল থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পে মেডিসিন চক্ষু গাইনি ও শিশু ফ্রী চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে। সরেজমিনে গিয়ে দেখা যায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্পে মোট পাঁচশত রোগী চিকিৎসা সেবা গ্রহণ করেছে খন্দকার মশিউজ্জামান রোমেল জানান এই চিকিৎসাসেবা প্রতিটি ইউনিয়নে দেওয়া হবে।

ফ্রি মেডিকেল ক্যাম্পেইনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত নারুচি স্কুল এন্ড কলেজের গভর্নিং বডির সভাপতি ও ব্যবসায়ী সমাজসেবক ছিলেন খন্দকার মশিউজ্জামান রোমেল, বিশেষ অতিথি ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলিমুজ্জামান তালুকদার হেমনগর ইউনিয়নের চেয়ারম্যান রওশন খান আইয়ুব। আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের অন্যান্য নেতৃবৃন্দ।