বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপন

0
95

বাঘা (রাজশাহী) প্রতি‌নি‌ধিঃ রাজশাহীর বাঘা উপজেলার মনিগ্রাম ইউনিয়ন পরিষদের আয়োজনে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মশতবার্ষিকী ও শিশু দিবস উদযাপিত হয়েছে ।

১৯২০ সালের এই দিনে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন বাঙালির মুক্তির সংগ্রামের অবিসংবাদিত নেতা শেখ মুজিবুর রহমান।

বুধবার (১৭ মার্চ ) মনিগ্রাম ইউনিয়ন পরিষদ কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করে বঙ্গবন্ধু ছবিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন শেষে কেক কেটে বঙ্গবন্ধুর ১০১ তম জন্মশত বার্ষিকী পালন করা হয়।
এ সময় কয়েকজন কচিকাচা শিশুদের মুখে কেক খাইয়ে দেন ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম।

এ সময় মনিগ্রাম ইউপি চেয়ারম্যান মোঃ সাইফুল ইসলাম বলেন, বাঙালিজাতি তাদের এই নেতাকে স্মরণ রাখতে প্রতিবছরের ১৭ মার্চ তার জন্মদিন পালন করেন পরবর্তীতে দিনটি জাতীয় শিশু দিবস হিসেবেও পালিত হয়।

তার অবিসংবাদিত নেতৃত্বে ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে অর্জিত হয় স্বাধীনতা। বিশ্ব মানচিত্রে অভ্যুদয় ঘটে স্বাধীন বাংলাদেশ নামক রাষ্ট্রের। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালী জাতির হৃদয়ে আজীবন বেচে থাকবে ।

এ সময় মনিগ্রাম ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান, সকল ওয়ার্ড সদস্য-সদস্য, গ্রাম পুলিশ ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।