হাতীবান্ধায় বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও শিশু দিবস পালিত

0
81

পরিমল চন্দ্র বসুনিয়া, লালমনিরহাট প্রতিনিধিঃ লালমিরহাটের হাতীবান্ধায় সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, স্বাধীনতা সংগ্রামের অবিসংবাদিত নেতা ও স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০১তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস ২০২১ উদযাপন করা হয়েছে।

বুধবার (১৭ মার্চ) সূর্যোদয়ের সাথে-সাথে হাতীবান্ধা উপজেলা প্রশাসনের আয়োজনে সকালে ৩১ বার তোপধ্বনির মাধ্যমে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস- ২০২১ এর শুভসূচনার মাধ্যমে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়।

এ সময় জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর প্রকৃতিতে পুস্প্যমাল্য অর্পন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, কবিতা আবৃত্তি, আলোচনা অনুষ্ঠিত হয়েছে। পরে সভা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সামিউল আমিন এর সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: মশিউর রহমান, বিশেষ অতিথি হিসেবে সহকারী পুলিশ সুপার আবুল হুসাইন। সভায় স্বাগত বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডারে ডিপুটি কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুল জব্বার, এ সময় আরও বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান আনোয়ার হোসেন মিরু, মহিলা ভাইস চেয়ারম্যান জেসমিন নাহার, থানা অফিসার ইনচার্জ (ওসি) এরশাদুল আলম, প্রাণীসম্পদ কর্মকর্তা এনামুল হক প্রমুখ।