শ্রীনগরে হেরোইনসহ মাদক কারবারি গ্রেফতার

0
150

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগরে হেরোইনসহ জুয়েল মোল্লা (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব। এসময় তার কাছ থেকে এক গ্রাম হোরোইন উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার পৌণে ৩ টার দিকে উপজেলার দক্ষিন বালাশুর এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। মাদক কারবারি জুয়েল মোল্লা উত্তর বালাশুর গ্রামের মৃত হাশেম মোল্লার ছেলে।

র‌্যাব এক বিজ্ঞপ্তিতে জানায়, র‌্যাব-১১’র সিপিসি-১, কোম্পানী কমান্ডার সিনিয়র পুলিশ সুপার মো. আবু সালেহ’র নের্তৃত্বে সঙ্গীয় র‌্যাব সদস্যসহ গোপন সংবাদের ভিত্তিতে বালাশুর এলাকার বৌ-বাজারের আসাদুলের বাগান বাড়ির সামনে থেকে মাদক কারবারি জুয়েল মোল্লাকে এক গ্রাম হেরোইনসহ গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে শ্রীনগর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে।