ভেজালমুক্ত ও ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজন বাজার মনিটরিং

0
145

মানিক ঘোষ (ঝিনাইদহ) প্রতিনিধি: অসাধু ব্যাবসায়ীদের দ্বারা প্রতিনিয়ত ঠকছে ক্রেতারা। এজন্য ভেজালমুক্ত ও নার্য্য দামে পন্য বিক্রয়ে প্রয়োজন সুষ্ট বাজার মনিটরিং। এতে সাধারন মানুষ ভোক্তা অধিকার আইনের সুফলতা পাবে। ১৫ মার্চ বিশ্ব ভোক্তা অধিকার দিবস উদযাপন উপলক্ষে কালীগঞ্জে আয়োজিত এক সভাতে বক্তাগন এ কথা। কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সূবর্ণা রানী সাহার সভাপতিত্বে সভাতে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকালে পরিষদের কনফারেন্স রুমে অনুষ্টিত সভাতে বিশেষ অতিথি ছিলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলী নোমানী ও শাহানাজ পারভীন।

সভাতে উপস্থিত বক্তাগন, ভোক্তাদের অধিকার নিয়ে নিজেদের অভিজ্ঞতা ছাড়াও কিছু সমস্যাদি কথা তুলে ধরে জানান, প্রতিনিয়ত কিছু অসাধু ব্যাবসায়ী বেশি দামে ও মেয়াদ উত্তির্ণ ভেজাল পন্য বিক্রি করে ভোক্তাদের ঠকাচ্ছে। এরমধ্যে হোটেল, রেস্তোরা, বেকারী, ঔষধ ও মাংশ বিক্রেতা সহ অনেকই কোন নিয়ম মানছেনা। এছাড়াও সরকারী সেবায় টিসিবির পন্য বিক্রয়েও সংশ্লিষ্ট ডিলারগন সাধারন ক্রেতাদের সাথে প্রতারনা করছে। এসব অনিয়মের প্রতিকারে তারা বলেন, প্রয়োজনে সংশ্লিষ্ট ব্যাবসা প্রতিষ্টানের লাইসেন্স বাতিল সহ ভোক্তা অধিকার অধিদপ্তরের বাজার মনিটরিং ও প্রশাসনের অভিযান জোরদার করা হবে।

সভাতে আরো বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা মোহায়মেনুল হক, প্রানী সম্পদ কর্মকর্তা আতিকুল ইসলাম, সমাজসেবা কর্মকর্তা কৌশিক আহম্মেদ, প্রকল্প কর্মকর্তা মাসুম বিল্লাহ, খাদ্য নিয়ন্ত্রক কর্মকর্তা তাজ উদ্দিন ও সমবায় কর্মকর্তা আসলাম উদ্দিন প্রমুখ।

এছাড়াও সভাতে উপজেলা পরিষদের অন্নান্য দপ্তরের কর্মকর্তা ও শিক্ষা প্রতিষ্টানের প্রতিনিধি সহ গনমাধ্যমকর্মীগন উপস্থিত ছিলেন। সর্বশেষ সভাতে কালীগঞ্জ উপজেলা ভোক্তা অধিকার কমিটির কার্ষক্রম আরো জোরালো করার সিদ্ধান্ত নেওয়া হয়।