ঘোড়াঘাটে ১৭ ই মার্চ ও ২৬ শে মার্চ উদযাপনে প্রস্তুতিমূলক সভা

0
81
ঘোড়াঘাটে প্রস্তুতিমূলক সভায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলম।

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা প্রশাসনের আয়োজনে ১৭ ই মার্চ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস, ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে এক প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ই মার্চ) উপজেলা পরিষদ সেমিনার কক্ষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রাফিউল আলমের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, ভাইস চেয়ারম্যান মোঃ মাহফুজার রহমান, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সরকারি কলেজের অধ্যক্ষ এস এম মনিরুল ইসলাম, উপজেলা প্রকৌশলী নুরনবী খান, মহিলা বিষয়ক কর্মকর্তা মোশাররত জাহান, উপজেলা ভেটেরিনারী সার্জন মোছাঃ রোমানা আকতার রুমি, খাদ্য নিয়ন্ত্রক আতোয়ার হোসেন, একাডেমিক সুপারভাইজার ধ্বীরাজ সরকার, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান মন্ডল, মাহফুজার রহমান প্রমুখ।