সিলেট বিভাগে ঝড়বৃষ্টির আভাস

0
163

দেশের বিভিন্ন অঞ্চলে কালবৈশাখী ঝড়বৃষ্টি অব্যাহত আছে। আজও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

রোববার (১৪ মার্চ) সকালে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদফতর। এদিকে দেশের বিভিন্ন অঞ্চলে তাপমাত্রাও বাড়েছে। শনিবার (১৩ মার্চ) দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে সীতাকুণ্ডে ও রাঙ্গামাটিতে ৩৬ ডিগ্রি সেলসিয়াস।

আজকের পূর্বাভাস বলছে, সারাদেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। আগামী তিন দিনে আবহাওয়ার সামান্য পরিবর্তন হতে পারে। লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।