এমপি ছোট মনির ও ইউএনও অংশগ্রহণে সংবাদকর্মীদের ক্রিকেট প্রীতি ম্যাচ

0
92

মো. নুর আলম গোপালপুর টাংগাইল প্রতিনিধিঃ মুজিববর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে প্রীতি ক্রিকেট ম্যাচ ২০২১ (১৩ মার্চ )শনিবার গোপালপুর কলেজ মাঠে অনুষ্ঠিত হয়েছে। টাঙ্গাইল প্রেসক্লাব বনাম গোপালপুর ও ভূঞাপুর প্রেসক্লাবের অংশগ্রহণে প্রীতি ম্যাচে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য ছোট মনির। জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে প্রীতি ম্যাচের উদ্ভোধন করেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি মো: জাফর আহমেদ।

গোপালপুর প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক জয়নাল আবেদীনের সভাপতিত্বে সাধারণ সম্পাদক সন্তোষ কুমার দত্তের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পারভেজ মল্লিক, গোপালপুর পৌর মেয়র রকিবুল হক ছানা, অতিরিক্ত পুলিশ সুপার আমীর খসরু, গোপালপুর থানা অফিসার ইনচার্জ মো: মোশারফ হোসেন, টাঙ্গাইল শহর আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি গোলাম কিবরিয়া বড় মনি, গোপালপুর কলেজের অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আকন্দ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মীর রেজাউল হক, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম তালুকদার সুরুজ, উপজেলা স্বাস্থ্য প: প: কর্মকর্তা ডা. আলিম আল রাজি, সুশাসনের জন্য নাগরিক (সুজন) উপজেলা শাখার সভাপতি অধ্যাপক বানীতোষ চক্রবর্তী, টাঙ্গাইল প্রেসক্লাব সম্পাদক কাজী জাকেরুল মাওলা, ভূঞাপুর প্রেসক্লাব সভাপতি শাহ আলম প্রামাণিক, পল্লী বিদ্যুতের ডিজিএম মুজিবুল হক, কালিহাতী উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা দেওয়ান খায়রুন নাহার প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে শিক্ষক, সংবাদকর্মী, রাজনৈতিক নেতৃবৃন্দ ও জনপ্রতিনিধি সহ সমাজের বিভিন্ন স্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাব চ্যাম্পিয়ন হয়। খেলায় ম্যান দ্য ম্যাচ নির্বাচিত হন ইফতেখার অনুপম, সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইউএনও পারভেজ মল্লিক । এমপি ছোট মনির বলেন, কর্ম ব্যস্ত জীবনের মাঝে ক্লান্তি দূরীকরণে এমন প্রীতি ক্রিকেট ম্যাচে অংশ নিতে পারায় আমি আনন্দিত ।