বেনাপোল সীমান্তে ফেনসিডিল ও গাঁজা সহ আটক-১

0
122

শার্শা(বেনাপোল)প্রতিনিধি: বেনাপোল সীমান্ত থেকে ২০০ বোতল ভারতীয় ফেনসিডিল ও ৪ কেজি গাঁজাসহ আরিফ হোসেন(২৫)নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ(বিজিবি)’র সদস্যরা।

শনিবার(১৩ মার্চ)ভোরের দিকে বেনাপোলের সাদিপুর সীমান্ত এলাকা থেকে এ মাদকদ্রব্যসহ আটক করতে করা হয়। আটক আরিফ বেনাপোল পোর্ট থানাধীন সাদিপুর গ্রামের রব্বুল হোসেনের ছেলে।

যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজা বলেন, আটক আরিফ হোসেন এলাকার একজন চিহ্নিত মাদক ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদক ব্যবসা করে আসছিল।সে ভোরের দিকে ভারত থেকে একটি বস্তা নিয়ে বাংলাদেশের সীমান্তে ঢোকার চেষ্টা করে। এ সময় বিজিবি টহল দল তাকে ধাওয়া করলে সে বস্তা ফেলে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। কিন্তু বিজিবি চৌকস দল তাকে তাড়িয়ে ধরে ফেলে।পরে বস্তা গুলো খুলে ৪ কেজি গাঁজা ও ২০০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। আটকের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে তিনি জানান ।