সরিষাবাড়ীতে বীরমুক্তিযোদ্ধা আব্দুল মজিদ এর মৃত্যুবার্ষিকীতে তথ্য প্রতিমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন

0
142

তৌকির আহাম্মেদ হাসু,স্টাফ রিপোর্টারঃ জামালপুরের সরিষাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ,মুক্তিযোদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মজিদ চেয়ারম্যানের ১৪তম মৃত্যু বার্ষিকীতে তথ্য প্রতিমন্ত্রী আলহাজ্ব ডাঃ মুরাদ হাসান শ্রদ্ধা নিবেদন করেছেন।

প্রয়াত নেতার মৃত্যু বার্ষিকী নানা কর্মসুচীর মধ্যে দিয়ে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে পালিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মরহুম আব্দুল মজিদ চেয়ারম্যান এর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ শেষে মরহুমের কবরে পুস্পর্ঘ অর্পন,কবর জিয়ারত ও নিজ মরহুমের নিজ বাড়ীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার (১১মার্চ) সকালে পৌর সভার সাতপোয়া গ্রামে বীর মুক্তিযোদ্ধা প্রয়াত আব্দুল মজিদ চেয়ারম্যানের এর কবরে পুস্পস্তবক অর্পণের পর মরহুমের নিজ বাড়ীতে স্বরন সভা অনুষ্ঠিত হয়। স্বরণ সভায় উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা সভাপতিত্ব করেন।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি পৌর মেয়র মনির উদ্দিন, উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি এমএ লতিফ, সহ সভাপতি মোস্তাফিজুর রহমান শাহজাদা, যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল গণি, বীর মুক্তিযোদ্ধা মোফাজ্জল হোসেন, সরিষাবাড়ী কলেজের অধ্যক্ষ ছরোয়ার জাহান, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীর সদস্য আলহাজ্ব আবুল হোসেন,জেলা আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক জহুরুল ইসলাম মানিক, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান মিজু, সাতপোয়া ইউপি
চেয়ারম্যান আবু তাহের, সরিষাবাড়ী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নজরুল ইসলাম, উপজেলা কৃষকলীগের সভাপতি জয়নাল আবেদীন,পৌর আওয়ামী লীগের সহ সভাপতি মঞ্জুরুল ইসলাম বিদ্যুৎ প্রমূখ।

এ ছাড়াও মরহুমের কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান, উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গিয়াস উদ্দিন পাঠান, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ছানোয়ার হোসেন বাদশা, পৌর আওয়ামী লীগের সভাপতি মিজানুর রহমান মিজান, সহ আওয়ামী লীগের , অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেনী পেশার মানুষ। অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার শিহাব উদ্দিন আহমদ, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি জহুরা লতিফ, মাহমুদা সালাম মহিলা কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান, পিংনা সুজাত আলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ সাইদুল হাসান সাঈদ, পৌর আওয়ামী লীগের সহ সভাপতি ও আরাম নগর কামিল মাদ্রাসা পরিচালনা পর্ষদের সভাপতি আব্দুল মান্নান মানু সহ উপজেলা আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। স্বরণ সভাটি পরিচলনায করেন সরিষাবাড়ী পৌর আওয়ামী লীগের সভাপতি সরিষাবাড়ী কলেজের উপাধ্যক্ষ এএইচএম মিজানুর রহমান মিজান।