কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র-কাউন্সিলরবৃন্দের শপথ গ্রহণ

0
96

জাহাঙ্গীর আলম, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি: টাঙ্গাইলের কালিহাতী পৌরসভার নব-নির্বাচিত মেয়র, সংরক্ষিত নারী কাউন্সিলর ও কাউন্সিলরবৃন্দ শপথ গ্রহণ করেছেন। ১০ মার্চ (বুধবার) সকাল ১১ টায় ঢাকা বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে তাঁদেরকে শপথ বাক্য পাঠ করান ঢাকা বিভাগীয় কমিশনার মোঃ খলিলুর রহমান। এসময় উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার সার্বিক কে.এম মাসুদুজ্জামান ও স্থানীয় সরকার ঢাকা বিভাগের পরিচালক ড.আমিনুর রহমান।

উল্লেখ্য, গত ১৪ ফেব্রুয়ারি রবিবার ৪র্থ ধাপে কালিহাতী পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হয়। নৌকা প্রতীকে মেয়র নির্বাচিত হন কালিহাতী উপজেলা যুবলীগের সভাপতি মোহাম্মদ নুরুন্নবী সরকার। সংরক্ষিত ওয়ার্ড কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে মোছাঃ চায়না, ২নং ওয়ার্ডে ময়না আক্তার, ৩নং ওয়ার্ডে মোসাঃ রেজিয়া আক্তার নির্বাচিত হন।

সাধারণ ওয়ার্ড কাউন্সিলর পদে ১নং ওয়ার্ডে সিদ্দিক হোসেন, ২নং ওয়ার্ডে সোহেল রানা, ৩নং ওয়ার্ডে আবুবকর, ৪নং ওয়ার্ডে অজয় কুমার দে সরকার লিটন, ৫নং ওয়ার্ডে মোঃ ফারুক হোসেন, ৬নং ওয়ার্ডে মোঃ দুলাল হোসেন, ৭নং ওয়ার্ডে এনামুলহক, ৮নং ওয়ার্ডে খন্দকার সাইদুর রহমান, ৯নং ওয়ার্ডে আব্দুছ ছালাম নির্বাচিত হন।

“খ” শ্রেণীর এ পৌরসভাটি ১৯৯৮ সালের ১৫ ডিসেম্বর ১৭টি গ্রাম নিয়ে ইউনিয়ন পরিষদ থেকে পৌরসভায় রূপান্তরিত হয়।