এক লাখ কোটি ডলার ছাড়িয়ে বিটকয়েনের দাম

0
83

ভার্চ্যুয়াল মুদ্রাবাজারের বিটকয়েনের সর্বমোট মূল্য আবার ১ লাখ কোটি ডলার ছাড়িয়েছে। গণমাধ্যম সিএনবিসি কয়েনডেস্কের তথ্য দিয়ে জানায়, মঙ্গলবার এশিয়ার বাজারে লেনদেনের পর এই ডিজিটাল মুদ্রার বাজারমূল্য এক ট্রিলিয়ন ডলারের ওপরে চলে আসে। (১ ট্রিলিয়ন= ১ লাখ কোটি)। গত এক বছরে বিটকয়েনের দাম বেড়েছে ৫৭০ শতাংশ।

মঙ্গলবার সিঙ্গাপুরের বাজারে সোমবারের চেয়ে ৭ শতাংশ বেড়েছে বিটকয়েনের দাম। ৫৪ হাজার ডলারের বেশিতে গিয়ে ঠেকেছে এই ক্রিপ্টোকারেন্সির দাম। এর আগেও লাখ কোটি ডলারের মাইলফলক ছুঁয়েছিল বিটকয়েন। গত ২১ ফেব্রুয়ারি ভার্চ্যুয়াল এই মুদ্রার সর্বমোট বাজারমূল্য ১ লাখ কোটি ডলার ছাড়ায়। ওই দিন বিটকয়েনের মূল্য ৫৮ হাজার মার্কিন ডলার হয়। পরে অবশ্য তা আবার কমে যায়। চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত এই ক্রিপ্টোকারেন্সি ৮০ শতাংশেরও বেশি বেড়েছে।

ক্রিপ্টোকারেন্সি নিউজ সাইট কয়েনডেস্কের তথ্য অনুযায়ী, বিটকয়েন এ বছর ২৮ হাজার ৯০০ ডলারে শুরু করেছিল। জানুয়ারির শুরুতে দাম ৪০ হাজার ডলার ছাড়িয়ে যায়। পরে আবার কমে ৩০ হাজারে নামে। পরে বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলার বিনিয়োগের পর আবারও দাম বাড়তে থাকে দাম। ১৬ ফেব্রুয়ারি ৫০ হাজার ডলারের মাইলফলক স্পর্শ করে বিটকয়েন। টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ককে ডিজিটাল মুদ্রার একজন অন্যতম প্রবক্তা বলা হয়।