খুলনার দিঘলিয়ায় আন্তর্জাতিক নারী দিবস পালিত

0
92

আহছানুল আমীন জর্জ, খুলনা : আন্তর্জাতিক নারী দিবস-২০২১ উদযাপন উপলক্ষে খুলনা জেলার দিঘলিয়া উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক দপ্তর এর আয়োজনে ব্যতিক্রমধর্মী নৌ শোভাযাত্রা, মাস্ক বিতরন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এবারের প্রতিপাদ্য বিষয় ছিল `করোনাকালে নারী নেতৃত্ব, গড়বে নতুন সমতার বিশ্ব’।

দিঘলিয়া উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা বিপাশা দেবী তনু এর সভাপতিত্বে নৌ শোভাযাত্রা ও আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহি অফিসার মোঃ মাহবুবুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘলিয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আকরাম মোল্লা, উপজেলার সহকারি কমিশনার ভূমি মোঃ আলিমুজ্জামান মিলন, উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ আব্দুস সামাদ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ফিরোজা পারভীন, উপজেলা শিক্ষা কর্মকর্তা শাহানাজ বেগম, সিনিয়র দারিদ্র্য বিমোচন কর্মকর্তা বিলকিস জাহান জোয়ারদার, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ মাহফুজুর রহমান, উপজেলা তথ্য সেবা কর্মকর্তা শাহিদা খাতুন প্রমুখ।

পরে দিঘলিয়া উপজেলা হল রুমে দিনব্যাপী নারী উদ্যোক্তাদের উৎপাদিত পণ্যের প্রদর্শনী ও বিক্রয়ের জন্য মেলা অনুষ্ঠিত হয়। ফিতা কেটে দিনব্যাপী এ মেলার উদ্বোধন করেন উপজেলা নির্বাহি অফিসার পত্নী মোসাঃ নাজমা আক্তার। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা এসি ল্যান্ড পত্নী রোজী জামানসহ দিঘলিয়া উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।