শ্রীনগরে নাগরভোগ-খোদাইবাড়ি খাল পুনঃখনন কাজ

0
82

আরিফুল ইসলাম শ্যামল: শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের নাগরভোগ-খোদাইবাড়ি প্রায় ৩ কিলোমিটার একটি খাল পুনঃখনন কাজ শুরু হয়েছে। সোমবার দুপুরে ইউনিয়নের নাগরভোগ গ্রামের আজিজের বাড়ির সামনে থেকে বাংলাদেশ কৃষি উন্নয়ণ কর্পোরেশনের (বিএডিসি) আওতায় সরকারি অর্থায়নে এই খালটির খনন কাজ উদ্বোধন করা হয়।

শ্রীনগর উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তারের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, মহিলা ভাইস চেয়ারম্যান রেহেনা বেগম, মুন্সীগঞ্জ বিএডিসি’র সহকারী প্রকৌশলী (ক্ষুদ্রসেচ) রুহুল আমিন, উপজেলা কৃষি কর্মকর্তা শান্তনা রানী, কুকুটিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হাজী মো. বাবুল হোসেন বাবু, খনন কাজে তদারকীর দায়িত্বে থাকা উপ প্রকৌশলী সোহান, ইউপি সচিব মো. ইদ্রীস আলী শেখ, যুবলীগ নেতা হাবিবুর রহমান উজ্জ্বল, স্থানীয় ইউপি সদস্য আনজাম মাসুদ লিটন, মো. ইউনুছ খান, মোকশেদুর রহমান, নজরুল ইসলাম, মহিলা ইউপি সদস্য ফরিদা ইয়াসমিন, রেখা বেগম, জাকিয়া সুলতানা রোজি, স্থানীয় কৃষক মো. আজিজ প্রমুখ।