ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে শ্রীনগর থানা পুলিশের আনন্দ উদযাপন

0
78

আরিফুল ইসলাম শ্যামল: ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান ও বাংলাদেশ এলডিসি থেকে উন্নয়নশীল দেশে উন্নয়ণে জাতিসংঘের চূড়ান্ত সুপারিশ প্রাপ্তিতে শ্রীনগর থানা পুলিশের আয়োজনে আনন্দ উদযাপন করা হয়েছে। রোববার বিকালে শ্রীনগর থানা প্রাঙ্গণে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞার সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে কেক কাটার মধ্যে দিয়ে আনন্দ উদযাপন শুরু হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ জেলার সহকারী পুলিশ সুপার (সদর ট্রাফিক) নাজমুর রায়হান, শ্রীনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. মসিউর রহমান মামুন, উপজেলা নির্বাহী অফিসার মোসাম্মৎ রহিমা আক্তার, বাংলাদেশ কেন্দ্রীয় আওয়ামী লীগের সাবেক স্বাস্থ্য ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক অধ্যাপক ডাঃ বদিউজ্জামান ভূইয়া ডাবলু, ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক গোলাম সারোয়ার কবীর, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মো. তোফাজ্জল হোসেন, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াহিদুর রহমান জিঠু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কেয়া দেবনাথ, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ মো. আলমগীর, শ্রীনগর প্রেস ক্লাবের সভাপতি মো. নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আরিফ হোসেন, উপজেলা আওয়ামী লীগের উপদেষ্টা ও ষোলঘর ইউপি চেয়ারম্যান আলহাজ আজিজুল ইসলাম, হাঁসাড়া ইউপি চেয়ারম্যান মো. সোলায়মান খাঁন, শ্রীনগর ইউপি (সদর) চেয়ারম্যান হাজী মোখলেছুর রহমান, বাঘড়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম, পাটাভোগ ইউপি চেয়ারম্যান ফিরোজ আল মামুন, কোলাপাড়া ইউপি চেয়ারম্যান হাজী নেছারউল্লাহ সুজন, তন্তর ইউপি চেয়ারম্যান মো. জাকির হোসেনসহ শ্রীনগর থানার পুলিশের অফিসার বৃন্দ ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। অনুষ্ঠান পরিচালনা করেন শ্রীনগর থানার ওসি তদন্ত মোহাম্মদ হেলাল উদ্দিন।