নানা কর্মসূচীর মধ্য দিয়ে হিজলায় ৭ মার্চ উদ্যাপন

0
95

হিজলা প্রতিনিধি; বরিশালের হিজলা উপজেলা প্রশাসনের আয়োজনে সকাল ১০ টায় উপজেলা বাসস্টন্ড বঙ্গবন্ধু ম্যূরালে চিত্রাঙ্কন, কবিতা আবৃর্তী, সহ নানা আয়েজনের মধ্য দিয়ে ৭ মার্চ উদযাপন হয়েছে। পরে দুপুর ১২ টায় উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে ৭ এই মার্চ উদ্যাপন উপলক্ষে বঙ্গবন্ধু ম্যূরালে জাতির জনক বঙ্গবন্ধুর প্রতৃকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবদন করেন স্থানীয় সাংসদ পংকজ নাথ সহ উপজেলা আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন।

পরে বঙ্গবন্ধু ম্যূরাল পাদদেশে উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ সভাপতি বেলায়েত হোসেন ঢালীর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ। এছাড়াও বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র কবিরাজ, বরিশাল জেলা আওয়ামীলীগ নেতা অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম মিলন, যুগ্ন সাধারন সম্পাদক পন্ডিত সাহাবুদ্দিন আহাম্মেদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ সভাপতি আলতাফ হোসেন, মহিলা আওয়ামীলীগের আহবায়ক নাজমা বেগম সহ আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। সভায় বক্তারা ১৯৭১ সালের ৭ মার্চ ঢাকা রেসকোর্স ময়দানে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীর উদেশ্য ভাষণে স্বাধীনতার ডাকা তার তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন বক্তারা।

আলোচনা শেষে কবিতা আবৃতি ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন এমপি পংকজ নাথ।

এছাড়াও বিকাল ৩ টায় হিজলা থানা পুলিশের আয়োজনে ৭ মার্চ উপলক্ষে আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও কেকে কেটে উদযাপিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন সহকারী পুলিশ সুপার মতিউর রহমান। বক্তব্য রাখেন স্থানীয় সাংসদ পংকজ নাথ, উপজেলা পরিষদের চেয়ারম্যান বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা বেগম, গুয়াবাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অধ্যাপক শাহজাহান তালুকদার, হিজলা গৌরবদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নজরুল ইসলাম মিলন, হিজলা থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) তারেক হাসান রাসেল প্রমূখ। সভাপরিচালনা করেন হিজলা থানার পুলিশ পরিদর্শক ফারুকুল ইসলাম।