কোন ষড়যন্ত্র দেশের উন্নয়ন ব্যাহত করতে পারবে না: মেয়র লিটন

0
79

রুস্তম আলী শায়ের, বাগমারা প্রতিনিধিঃ রাজশাহী জেলার বাগমারা উপজেলার তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ ও কাউন্সিলরদের সংবর্ধনায় প্রধান অতিথির বক্তব্যে রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র এ. এইচ. এম. খাইরুজ্জামান লিটন বলেন,কোন ষড়যন্ত্র দেশের উন্নয়ন ধারা কে ব্যাহত করতে পারবে না। উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নাই।

শনিবার দুপুরে তাহেরপুর পৌরসভার ২নং ওয়ার্ডের শেখ রাসেল পৌর অডিটরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে তাহেরপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র ও কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। তাহেরপুর পৌরসভার আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ আবু বাক্কার মৃধা মুনসুর রহমানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে মেয়র লিটন আরও বলেন, আওয়ামী লীগ ক্ষমতায় এলে দেশের উন্নয়ন হয়, বাংলাদেশ আজ বিশ্ব দরবারে উন্নয়নশীলদেশের তালিকায় স্থান পেয়েছে। তাহেরপুর পৌরসভার উন্নয়নের ন্যায় সারা বাংলাদেশ উন্নয়নের ধার অব্যাহত আছে।

এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আওয়ামী লীগের বিকল্প নাই। খাইরুজ্জামান লিটন বিএনপি জামাতের উদ্দেশ্যে আরও বলেন, কোন ষরযন্ত্র উন্নয়নের এ ধারাকে ব্যহত করতে পারবে না। প্রধান বক্ত্যা হিসেবে বক্তব্য রাখেন,রাজশাহী-৪ বাগমারা আসনের সাংসদ ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক বলেন, তাহেরপুর পৌর মেয়র আবুল কালাম আজাদ ও পৌর কাউন্সিলরদের সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বলেন , এই সংবর্ধনা মেয়র বা কাউন্সিলরদের নয় এই সংবর্ধনা মাননীয় প্রধান মন্ত্রীর শেখ হাসিনার সংবর্ধনা কারন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসে তখনি বাংলাদেশের উন্নয়ন হয়। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে বারবার আওয়ামী লীগকে ভোট দিতে হবে। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বীর মুক্তিযোদ্ধা পবা মোহনপুরের সাবেক এমপি জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোঃ মেরাজ উদ্দিন মোল্লা।

বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদের সহ-সভাপতি প্রবিণ আওয়ামীলীগ নেতা ও বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান শ্রী অনিল কুমার সরকার, বাগমারা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও পানীয়া নরদাশ ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ গোলাম সারোয়ার আবুল, তাহেরপুর পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বাগমারা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আসাদুল ইসলাম আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, বাগমারা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক সিরাজ উদ্দিন সুরুজ, উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক নুরুল ইসলাম। তাহেরপুর পৌর আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক প্রভাষক মাহাবুর রহমান বিপ্লবের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন, তাহেরপুর পৌর আওয়ামীলীগের সহ সভাপতি ও তাহেরপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোহাঃ তোফাজ্জল হোসেন, প্রভাষক কাউসার রহমান, সহ-সভাপতি সাবেক অধ্যাপক সত্যজিৎ রায় তোতা, আমজাদ হোসেন মৃধা, বাগমারা শ্রীপুর ইউপি আওয়ামী লীগের সভাপতি ও চেয়ারম্যান মোঃ মোকবুল হোসেন মৃধা এবং সাধারণ সম্পাদক ও এমপি প্রেস সচিব সাংবাদিক জিল্লুর রহমান, গোয়ালকান্দি ইউপি চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন সরকার, হামিরকুৎসা ইউপি চেয়ারম্যান আনোয়ার হোসেন, যোগী পাড়া ইউপি চেয়ারম্যান মোস্তফা কামাল, তাহেরপুর পৌরসভা কৃষকলীগের সভাপতি আব্দুস সাত্তার প্রামাণিক, সহ জেলা উপজেলা পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের সভাপতি সাধারণ সম্পাদক প্রমূখ।

উল্লেখ্য তাহেরপুর পৌরসভার মেয়র অধ্যক্ষ মোঃ আবুল কালাম আজাদ কে নেতৃবৃন্দরা সংবর্ধনা দিয়ে ফুলের শুভেচ্ছা যানান এর পর একের পর এক নব নির্বাচিত কাউন্সিলরদের সংবর্ধণা দেওয়া হয় এরা হলেন, ১নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল খাঁ, ২নং ওয়ার্ডের কাউন্সিলর মোঃ সামসুল আলম সরদার, ৩নং ওয়ার্ডের কাউন্সিলর শ্রী কাত্তীক সাহা, ৪নং ওয়ার্ডের কাউন্সিলর মিন্টু পিয়াদা, ৫নং ওয়ার্ডের কাউন্সিলর সমসের আলী, ৬নং ওয়ার্ডের কাউন্সিলর মোছাঃ শিউলী বেগম, ৭নং ওয়ার্ডের কাউন্সিলর মফিজ উদ্দিন মমিন, ৮নং ওয়ার্ডের কাউন্সিলর এরশাদ আলী, ৯নং ওয়ার্ডের কাউন্সিলর রইচ উদ্দিন এছাড়াও সংরক্ষিত মহিলা কাউন্সিলর ১,২ও ৩ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর রিতা রানী, ৪,৫ ও ৬ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ নাসিমা বেগম এবং ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের মহিলা কাউন্সিলর মোছাঃ শামীম আরা বিউটি।

এছাড়াও উক্ত অনুষ্ঠানে স্থানীয় সংসদ সদস্য ও বাগমারা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব ইঞ্জিনিয়ার মোঃ এনামুল হক পৌর ৮নং ওয়ার্ড নির্বাচনি কমিটিকে আওয়ামী লীগের নৌকার প্রার্থী মোঃ আবুল কালাম আজাদকে বিপুল ভোটে উক্ত সেন্টারে সর্বোচ্চ ভোট পাওয়ায় ১লক্ষ টাকা পুরষ্কার প্রদান করেন।