দিনাজপুরে জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভা অনুষ্ঠিত

0
81

শিমুল,দিনাজপুর প্রতিনিধিঃ দিনাজপুর জেলা প্রশাসক সম্মেলন কক্ষে জাতীয় পরিসংখ্যান দিবস-২০২১ উদযাপন উপলক্ষে আলোচনা অনুষ্ঠিত হয়েছে। ২৭ ফেব্রুয়ারী শনিবার জেলা পরিসংখ্যান অফিস আয়োজিত জাতীয় পরিসংখ্যান দিবসের আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী। সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকী বলেন, সরকারের বিভিন্ন মেয়াদের প্রতিটি প্লান বাস্তবায়ন করতে গেলে সঠিক পরিসংখ্যান লাগবে। পরিসংখ্যান দেশের জন্য অত্যাধিক গুরুত্বপূর্ণ।

তাই জনগণের সহযোগিতা নিয়ে তা পরিপূর্ণ করতে হবে। “নির্ভরযোগ্য পরিসংখ্যান টেকসই উন্নয়নের উপাদান”- এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে আলোচনা সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শরিফুল ইসলাম, সিভিল সার্জন ডাঃ মোঃ আব্দুল কুদ্দুছ, দিনাজপুর পৌরসভার মেয়র সৈয়দ জাহাঙ্গীর আলম প্রমুখ। স্বাগত বক্তব্য ও প্রজেক্টরের মাধ্যমে কার্যক্রমের প্রতিবেদন উপস্থাপন করেন জেলা পরিসংখ্যান অফিসের উপ-পরিচালক মোঃ শফিকুল ইসলাম। এসময় উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস দিনাজপুর জেলার সহ-সভাপতি মোঃ আকরাম হোসেন, দিনাজপুর জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, পরিসংখ্যান অফিসের ১৩টি উপজেলার কর্মকর্তা, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ আমন্ত্রিত অতিথিবৃন্দ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা পরিসংখ্যান কর্মকর্তা আরফুনা খাতুন। উল্লেখ্য বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত ৮ জুন ২০২০ইং তারিখে মন্ত্রিপরিষদ সভায় ২৭ ফেব্রুয়ারিকে জাতীয় পরিসংখ্যান দিবস হিসেবে ঘোষনা করেন। এ লক্ষ্যে এবারের জাতীয় পরিসংখ্যান দিবস ২০২১ জাঁকজমকভাবে পালনের বিশেষ কর্মসূচী থাকলেও কোভিড-১৯ মহামারি ঝুঁকির কারণে সীমিত পরিসরে পালন করা হয়। দিবসটি উপলক্ষে জেলা পরিসংখ্যান অফিস আলোকসজ্জিত করা হয়।

উক্ত অনুষ্ঠানে জেলা পরিসংখ্যান অফিসের পক্ষ থেকে নবাগত জেলা প্রশাসককে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এছাড়াও দিনাজপুর পৌরসভার মেয়র উক্ত অনুষ্ঠানে নবাগত জেলা প্রশাসক খালেদ মোহাম্মদ জাকীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।