সৌদিদের সাথে বিবাহিত বিদেশীদের ভ্রমণ নিষেধাজ্ঞা প্রত্যাহার

0
78

আবদুল্লাহ আল মামুন সৌদি আরব: সৌদি আরবের সাধারণ পাসপোর্ট অধিদপ্তর বুধবার বিদেশি নাগরিকদের সাথে বিবাহিত সৌদি নারী ও পুরুষের উপর থেকে দেশের বাইরে ভ্রমণ সম্পর্কিত সব ধরনের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছে বলে জানিয়েছেন সৌদি প্রেস এজেন্সি।

সৌদিদের সাথে বিবাহিত বিদেশিদের ভ্রমণ নিষেধাজ্ঞা শিথিল করা হয়েছে। এই বিষয়ে ঊর্ধ্বতন সৌদি কর্তৃপক্ষ বিবাহিত সৌদি নারীর বিদেশি স্বামীর সাথে যাতায়াত এবং থাকার অধিকার নিশ্চিত করে একটি আদেশ জারি করেছেন।

সৌদি প্রেসিডেন্সি থেকে আরো জানা যায় সৌদি পুরুষ যাদের স্ত্রীর কাজ বা অন্যান্য পরিস্থিতির কারণে দেশের বাইরে অবস্থান করছে তারা ওই আদেশের আওতায় আসবে।

পাসপোর্ট অথরিটি তাদের এক বিবৃতিতে বলেন কোনো সৌদি নাগরিক যদি তার স্ত্রীর দেশের বাইরে থাকা এবং তার দেশে আসার অপারগতার প্রমাণ দিতে ব্যর্থ হয়, তবে তিনি আবশির প্ল্যাটফর্ম এর মাধ্যমে ট্রাভেল পারমিটের জন্য আবেদন করতে পারবেন

এছাড়াও সৌদি আরবের স্বরাষ্ট্রমন্ত্রণালয় সাময়িক নিষেধাজ্ঞা প্রত্যাহার করে আগামী ১৭ ই মে সকল আন্তর্জাতিক ফ্লাইট পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে।