রাজশাহী বার এসোসিয়েশন নির্বাচনে সভাপতি-সম্পাদক সহ ২০ টি পদে বিএনপি জয়ী

0
100

রাজশাহী প্রতিনিধিঃ রাজশাহীতে এ্যাডভোকেট বার এসোসিয়েশন ২০২১ নির্বাচনে “জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের” সভাপতি সম্পাদক সহ ২১ টি পদের মধ্যে ২০ টি পদেই নিরুঙ্কুশ ভাবে বিজয়ী হয়েছে।

অপর প্যানেল ”সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের” প্যানেল থেকে জয়ী হয়েছেন সদস্য পদে মাত্র ১ জন। এই নির্বাচনে ২১ টি পদের বিপরীতে পৃথক দুটি প্যানেলে ৪২ জন প্রার্থী অংশ গ্রহণ করেন। সকাল নয়টা থেকে দুপুরে একঘন্টা বিরতির পর বিকেল পাঁচটা পর্যন্ত চলে এই ভোট গ্রহণ। প্যানেল দুটি হলো সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের ব্যানারে এ্যাডভোকেট এন্তাজুল হক বাবু-ও এ্যাডভোকেট শরিফুল ইসলাম শরিফ এবং অপরটি হলো- জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের এ্যাডভোকেট মোজাম্মেল হক-ও এ্যাডভোকেট পারভেজ তৌফিক জাহেদী। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৫৮৮ জন। এর মধ্যে ৫৪৪ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।