শেষ মূহুর্তে জমে উঠেছে নান্দাইল পৌরসভা নির্বাচনের প্রচারণা

0
89

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইল পৌরসভা নির্বাচনকে সামনে রেখে শেষ মুহুর্তে জমে উঠেছে প্রার্থীদের নির্বাচনী প্রচার প্রচারণা। আগামী ২৮ ফেব্রুয়ারি নান্দাইলে এই প্রথম ইভিএম পদ্ধতিতে শুরু হবে ভোট গ্রহণ।নির্বাচনে মেয়র পদে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন বর্তমান মেয়র আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিক উদ্দীন ভূইয়া ও ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করছেন বিএনপি মনোনীত প্রার্থী সাবেক মেয়র আজিজুল ইসলাম পিকুল। এ ছাড়াও নয়টি ওয়ার্ডের কাউন্সিলর পদে ৩০জন প্রার্থী, সংরক্ষিত মহিলা আসনের ৩টি নারী কাউন্সিলর পদের বিপরীতে রয়েছেন ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী করছেন।

দেশের দুই শীর্ষ দলের প্রতিদ্বন্দ্বিতায় ভোটাররা একটি নিরপেক্ষ নির্বাচনের আশা করছেন। ভোটারের তাদের ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করতে চান বলে সাধারণ ভোটারা জানান।

আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রফিক উদ্দিন ভূইয়া জানান, আমি নৌকা প্রতীকে শতভাগ জয়ী হবো বলে আশাবাদী। বিএনপি মনোনীত প্রার্থী আজিজুল ইসলাম পিকুক বলেন, জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগে করতে পারলে আমি জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী।

তবে নতুন পদ্ধতিতে ভোট দেয়া নিয়ে ভোটারদের মাঝে আতংকে বিরাজ করছে। প্রথমবারের মতো ইভিএম পদ্ধতিতে ভোটে পূর্ব অভিজ্ঞতা না থাকায় অনেকেই ভয় পাচ্ছেন বলেও জানা যায়।

এ বিষয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তা মো. ফখরুজ্জামান বলেন, ভোট দেয়া নিয়ে আতংকের কিছু নেই। ইভিএম একটি খুবই সহজ পদ্ধতি। আইনশৃংখলাসহ বর্তমান অবস্থা সম্পর্কে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. এরশাদ উদ্দীন জানান, এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবে প্রার্থীরা তাদের প্রচারাভিযান চালাচ্ছে। কোনো অপ্রীতিকর ঘটনার সংবাদ পাওয়া যায়নি। একটি অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন সম্পন্ন করতে প্রশাসন বদ্ধপরিকর।