নান্দাইলে হাইওয়ে থানার পাশের পুকুর থেকে অজ্ঞাত ব্যাক্তির লাশ উদ্ধার

0
88

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলের হাইওয়ে থানার পার্শ্ববর্তী পুকুর থেকে অজ্ঞাত (৭০) বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নান্দাইল মডেল থানা পুলিশ।

বৃহস্পতিবার (২৫ ফেব্রুয়ারী) বিকাল ৪টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ মহাসড়কের ডাংরি নামক স্থানের সড়কের পাশ থেকে লাশ উদ্ধার করা হয়।

স্থানীয়দের ধরনা অজ্ঞাননামা ব্যাক্তিটি পাগলের বেশে এলাকায় ঘুরাফেরা করতে দেখা গিয়েছিল। তবে তার মৃত্যুর কারন সঠিক ভাবে বলা যাচ্ছে না। অনেকে ধারনা করছেন ব্যাক্তিটির মৃগী রোগে আক্রান্ত হওয়ায় পানিতে পড়ে মৃত্যু হয়েছে।

এ বিষয়ে নান্দাইল থানার ওসি মিজানুর রহমান আকন্দ বলেন, ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে পাশে ডাংরি নামক স্থানে বেলা ২টার দিকে পুকুরে বৃদ্ধার লাশ ভাসছিল বলে জানতে পারি। পরে স্থানীয়রা পুকুরে লাশ দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। লাশ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর হয়পছপ।তবে নিহতের পরিচয় এখনো পাওয়া যায়নি বলেও জানান তিনি।