এডাব জামালপুরের উদ্যোগে মাদক সমস্যা ও প্রতিরোধ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

0
91

আবু সায়েম মোহাম্মদ সা’-আদাত উল করীম: এডাব জামালপুর জেলা শাখার উদ্যোগে ‘ মাদক সমস্যা, ভাবনা ও প্রতিরোধ ‘ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ২৪ ফেব্রুয়ারি বুধবার সকাল ১০টায় জামালপুর জেলা পরিষদের হলরুমে এই সেমিনার অনুষ্ঠিত হয়।

এডাব জামালপুর জেলা শাখার সভাপতি মো. এনামুল হক (নির্বাহী পরিচালক এসপিকে) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা খন্দকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক, মো. মোস্তাফিজুর রহমান, মাদক দ্রব্য নিয়ন্ত্রণক অধিদপ্তর জামালপুর, ইন্সপেক্টর হাবিবুর রহমান, জামালপুর সদর থানা, আবু ইলিয়াস মল্লিক সহকারী পরিচালক জেলা সমাজ সেবা জামালপুর, শামীমা খান, নির্বাহী পরিচালক তরঙ্গ মহিলা সংস্থা, রফিকুল ইসলাম সরকার ,সাধারণ সম্পাদক এডাব জামালপুর ও নির্বাহী পরিচালক এসডিও ।

অনুষ্ঠানটি সমন্বয় করেন এডাবে বিভাগীয় সমন্বয়কারী মো. নূরল আমীন স্বপন । সেমিনারে ব্যক্তিগণ মাদক সেবনের কুফল নিয়ে সামাজিক ভাবে প্রতিরোধের মাধ্যমে মাদক দ্রব্যের নিয়ন্ত্রণের উপর গুরুত্বের কথা তুলে ধরেন।

এছাড়াও মাদক নিয়ন্ত্রণে সরকারের গুরুত্বপূর্ণ ভূমিকা কথা ব্যক্ত করেন। সেমিনারে এনজিও কর্মকর্তা, শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার ব্যক্তিগণ অংশ গ্রহণ করেন ।