ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ সাবেক পেশ ইমাম গোলাম মোস্তফার ইন্তেকাল

0
97

ঈশ্বরদী কেন্দ্রীয় জামে মসজিদ ও কেন্দ্রীয় গোরস্তান মসজিদের সাবেক পেশ ইমাম মুশুড়িয়া পাড়া জামে মসজিদের খতিব এবং আমবাগান কওমিয়া মাদ্রাসার সাবেক শিক্ষক গোলাম মোস্তফা (৭৪) আজ ঈশ্বরদী সদর হাসপাতালে বেলা২.৩০ মিনিটের সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করিয়াছেন( ইন্নালিল্লাহে.……রাজেউন)।

আগামীকাল সকাল ৯.০০ কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে জানাজা নামাজ অনুষ্ঠিত হবে এবং কেন্দ্রীয় গোরস্তানে তার দাফন সম্পন্ন হবে। তার একমাত্র ছেলে মাওলানা নাজমুল হোসেন শুভ বলেন আব্বা বেশ কিছু দিন ধরে ঠান্ডা ও শ্বাসকষ্টে ভুগছিল। মৃত্যুকালে তিনি ১ ছেলে ৬ মেয়ে ও ১ স্ত্রী রেখে যান।