ঠাকুরগাঁওয়ে ধানবীজের মূল্য বৃদ্ধির দাবীতে ভুয়া চাষিদের মানববন্ধন

0
80

জে, ইতি, ঠাকুরগাঁও প্রতিনিধি: বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) কর্র্তৃক আমন ধান বীজের অতিরিক্ত মূল্যের দাবিতে ভুয়া কৃষক রাস্তায় দাঁড় করিয়ে মানববন্ধন করার অভিযোগ উঠেছে আবুল বারি তাজু নামের এক ব্যবসায়ীর বিরুদ্ধে।

দুপুরে স্থানীয় শ্রমিক, কুলিদের নিয়ে ঠাকুরগাঁওয়ের শিবগঞ্জস্থ বিএডিসির অধিক বীজ উৎপাদন কেন্দ্রের সামনে ঘন্টা ব্যাপী এ মানববন্ধনের আয়োজন করা হয়।

জানাযায়, আবুল বারি তাজু নামে এক ব্যবসায়ী ২৪০০ বস্তা ধান দিয়ে তা উচ্চ মুল্যের জন্য স্থানীয় লেভার, দিনমজুর, শ্রমিক, রিকসা, ভ্যান চালক, কৃষির সাথে সম্পর্ক নেই এমন কিছু লোক দিয়ে মানববন্ধন করেন তিনি।
তবে গতকালের মানববন্ধনের কথা কোন চাষি বলতে পারছেন না। তারা বলেন, ঠাকুরগাঁওয়ে বিএডিসি অধিক বীজ উৎপাদন কেন্দ্র, কন্ট্রাক গ্রোর্য়াস ও আপৎ কালীন বীজ মজুদ কেন্দ্র মোট তিনটি জোনের আওতায় ৫শতাধিক চুক্তিবদ্ধ চাষির মাধ্যমেধান, গম ও ভুট্রার বীজ উৎপাদন করে থাকে বিএডিসি।

বিএডিসি সূত্রে জানাযায়, এ বছর ব্রিধান ৪৯, ব্রিধান ৫১, ব্রিধান ৭৫, ব্রিধান ৮০, ব্রিধান ৮৭ জাতের আমন ধানবীজের সংগ্রহ মূল্য (প্রত্যায়িত/মানঘোষিত) নির্ধারণ করেছে ৩৯ টাকা। ভুয়া চাষিদের দাবী ৪৫ টাকা প্রতি কেজি।

শীবগঞ্জ অধিক বীজ উৎপাদন কেন্দ্রের উপ-পরিচালক তাইজুল ইসলাম ভুইয়া জানান, আমার কেন্দ্রের কিছু শ্রমিক ও ভ্যান, রিকসা চালকদের নিয়ে তাজু আমার কেন্দ্রে বীজের মূল্যের বৃদ্ধির দাবীতে মানববন্ধন করেন।