রোকেয়া বিশ্ববিদ্যালয়ের চলমান সকল পরীক্ষা স্তগিত

0
112

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) চলমান সব পরীক্ষা কার্যক্রম স্তগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবু হেনা মুস্তাফা কামাল স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, শিক্ষামন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী বিশ্ববিদ্যালয়ে চলমান সকল পরীক্ষা পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে। তবে অনলাইন ক্লাস কার্যক্রম চালু থাকবে।

উল্লখ্য, করোনা মহামারীর কারণে গত বছরের মার্চ মাসে বিশ্ববিদ্যালয়ের সকল ক্লাস-কার্যক্রম বন্ধ হয়। এতদিন অনলাইনে সীমিত পরিসরে ক্লাসকার্যক্রম ও চলতি বছরের শুরু থেকে স্বাস্থবিধি সকল বিভাগের পরীক্ষা চলছিল।