ঈশ্বরদীতে ১ কেজি ৯০০ গ্রাম গাঁজা উদ্ধার

0
86

মামুনুর রহমান, (পাবনা): ২১ ফেরুয়ারি বিকেল পৌনে ৫ টায় ঈশ্বরদী রেল স্টেশনে ২ নাম্বার প্লার্টফর্মে খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুথে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেন থেকে যাত্রীবেশে নামায় ওই যুবককে আটক করে ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশ।

আটককৃত ট্রেনযাত্রী চুয়াডাঙ্গা জেলার দর্শনা উপজেলার রাঙ্গের পোতা, ইউনিয়নের সিংনগর গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।

ঈশ্বরদী রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোপাল চন্দ্র কর্মকার জানান, খুলনা থেকে ছেড়ে আসা রাজশাহী অভিমুথে সাগরদাঁড়ি এক্সপ্রেস ট্রেনে যাত্রীবেশে ঈশ্বরদী রেল স্টেশনে নামে ওই যাত্রী।এসময় তার হাতে থাকা ব্যাগ ও চলাফেরার গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয় স্টেশনে দায়িত্বরত ঈশ্বরদী রেলওয়ে থানার সেকেন্ড অফিসার এসআই (নিঃ) মোহাম্মদ আমজাদ আলী চৌধুরী সঙ্গীয় ফোর্সসহ বিশেষ অভিযান পরিচালনা করে স্টেশনের ২ নং প্লাটফর্ম থেকে ১কেজি ৯০০ গ্রাম গাঁজা সহ আল-আমীনকে আটক করে।

এ বিষয়ে রেলওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকতা (ওসি) গোপাল চন্দ্র কর্মকারের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান মাদকদ্রব্য আইনে মামলা নথিভুক্ত করা হয়েছে। মামলা নম্বর-০৩ তারিখঃ ২১/০২/২০২১ খ্রিঃ আটক আসামিকে আদালতের মাধ্যমে পাবনা জেলা কারাগারে পাঠানো হয়েছে।