মির্জাগঞ্জে ধর্ষনের চেষ্টায় যুবক গ্রেফতার

0
83

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের কপালভেড়া গ্রামে এক তরুনীকে বিয়ের প্রলোভন দেখিয়ে ধর্ষণ চেষ্টার অভিযোগে প্রেমিক সৌরভ মিস্ত্রীকে (১৯) গ্রেফতার করেন মির্জাগঞ্জ থানা পুলিশ।

গতকাল রবিবার (২১ ফেব্রুয়ারি) ভুক্তভোগী বাদী হয়ে সোমবার থানায় একটি মামলা দায়ের করেন। অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী মির্জাগঞ্জের আবাসনে বসবাস করে। তার সঙ্গে দীর্ঘদিন যাবত সৌরভ মিস্ত্রির সাথে প্রেমের সম্পর্ক চলছিল।

বিভিন্ন সময় সে তরুনীকে বিবাহ করার মিথ্যা প্রলোভন দেখায়। ঘটনার দিন তরুনী তার মামা বাড়ি বেড়াতে যায়। ঐদিন রাতে তরুনীর মামার ঘরের ভিতরে কোন লোকজন না থাকায় সৌরভ মিস্ত্রী ঘরে ঢুকে তাকে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণের চেষ্টা করে। পরে তার ডাক-চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে তাকে উদ্ধার করে।

গ্রেফতারকৃত উত্তর সুবিদখালী গ্রামের ভবতোষ মিস্ত্রির ছেলে। এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ এইচ এম মহিববুল্লাহ বলেন , খবর পাওয়ার সাথে সাথে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি এবং অভিযুক্তর বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।