রাণীশংকৈলে বাসা বাড়িতে দুর্ধর্ষ চুরি

0
80

রাণীশংকৈল (ঠাকুরগাঁও)প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় চাপড় পার্বতীপুর (বিরশী ) গ্রামের এক বাসা বাড়ি থেকে শনিবার দিনগত রাতে ১০ ভরি স্বর্ণালংকার ও ১৫ লক্ষাধিক টাকা চুরি হওয়ার খবর পাওয়া গেছে ।

২২ ফেব্রুয়ারি (রবিবার) দুপুরে সরেজমিন জানা গেছে, উপজেলার বিরাশি গ্রামের মৃত আলিমুদ্দিনের ছেলে রওশন আলীর বাসাবাড়িতে দুর্ধর্ষ এ চুরির ঘটনা ঘটে। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে।

বাড়ির মালিক রওশন আলী বলেন, প্রতিদিনের মতো তার ব্যাবসায়িক ইটভাটা ও ঠিকাদারি প্রতিষ্ঠানের কাজকর্ম সেরে রাতে বাড়িতে এসে ঘুমিয়ে পড়েন। সকালে ঘুম ভেঙে তিনি মোবাইল খুজাখুজি ও চেঁচামেচি করলে পরবর্তীতে অন্যান্য সদস্যরাও ধীরে ধীরে ঘুম থেকে উঠেন। কাঠের আলমিরার ড্রয়ারে থাকা নগদ ১৩ লক্ষ টাকা ও পাশের ঘরের আলমিরাতে নগদ ২ লক্ষ টাকা সহ মোট ১৫ লক্ষ টাকা এবং ১০ ভরি স্বর্ণালংকার , মোবাইল ফোন চুরি হয়েছে । যার আনুমানিক ম‚ল্য প্রায় ২০ লক্ষাধিক টাকা।

রানীশনকৈল অফিসার ইনচার্জ এস এম জাহিদ ইকবাল জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। দ্রুত ব্যবস্থা নেয়া হবে।