স্পেনে বাংলাদেশ দূতাবাসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
91

স্পেনে বাংলাদেশ দূতাবাসে যথাযথ মর্যাদায় শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে। দূতাবাসের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ২১ ফেব্রুয়ারি স্থানীয় সময় সকাল ৯টায় দূতাবাসের হলরুমে আয়োজিত মাতৃভাষা দিবসের অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিদায়ী রাষ্ট্রদূত হাসান মাহমুদ খন্দকার।

দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দেয়া বাণী পাঠ করেন যথাক্রমে চার্জ দ্যা অ্যফেয়ার্স এম হারুণ আল রশিদ, কাউন্সেলর ও দূতালয় প্রধান এটিএম আব্দুর রউফ মন্ডল, কমার্শিয়াল কাউন্সেলর রেদোয়ান আহমেদ, প্রথম সচিব (শ্রম) মুতাসিমুল ইসলাম।
অনুষ্ঠানে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত, ভাষা শহীদদের স্মরণে এক মিনিট নিরবতা পালন এবং ভাষা শহীদদের আত্মার মাগফেরাত ও বাংলাদেশের শান্তি, সমৃদ্ধি, উন্নতি কামনা করে দোয়া করা হয়। সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত পরিবেশনের মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠানের সমাপ্তি হয়। এ অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা-কর্মচারি উপস্থিত ছিলেন।