হরিপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস

0
78

জে.ইতি, হরিপুর  প্রতিনিধি: একুশের প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে হরিপুর শহীদ মিনারে মানুষের ঢল নামে। ফুলে ফুলে ভরে ওঠে শহীদবেদি। এর আগে সন্ধ্যা থেকে একুশের গান, একুশের কবিতা, আবৃত্তি ও শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে শহীদ মিনার চত্বর।

নৈরাজ্য-নাশকতার বিরুদ্ধে মুক্তিকামী মানুষ আবদ্ধ হন ঐক্যের বন্ধনে। সন্ত্রাস-দুর্নীতির বিরুদ্ধে স্লোগান, জেগে ওঠার আহ্বান আর বদলে যাওয়ার জয়গানে মুখরিত হয়ে ওঠে হরিপুর উপজেলার শহীদ মিনার চত্বর গুলো।

রাত ১২টা ১ মিনিটে শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলার পদস্থ কর্মকর্তাগণ উপজেলা আওয়ামী লীগ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, স্বেচ্ছাসেবক কমিটি, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ, উপজেলা ছাত্রলীগ এবং অন্যান্য সংগঠনসহ প্রায় শতাধিক রাজনৈতিক, সামাজিক,সাংস্কৃতিক, পেশাজীবী ও শ্রমজীবী সংগঠন শহীদ বেদিতে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করে।