নান্দাইল মরহুম আঃ জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত

0
124

এইচএম সাইফুল্লাহ, নিজস্ব প্রতিনিধিঃ ময়মনসিংহের নান্দাইলে যথাযথ মর্যাদায় মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশন এর উদ্যোগে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয়েছে।

এ উপলক্ষে রবিবার (২১ ফেব্রুয়ারি) সকালে সংগঠনের সদস্যবৃন্দ সহ উপকার ভোগী ছাত্র-ছাত্রীদের উপস্থিতে উপজেলা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শহীদ মিনার চত্বরে আলোচনা সভার অনুষ্ঠিত হয়।

অনুষ্টানটি সংগঠনের প্রতিষ্ঠাতা পরিচালক আশরাফুল জামান রিপন এর সঞ্চালনায় ও সংগঠনের সভাপতি মোঃ নেছার আহম্মেদ তুষার এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসনাত মাহমুদ তালহা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নান্দাইল পৌরসভার ৯নং ওয়ার্ড ও প্যানেল মেয়র শাহ আলম হেলিম মাহিন, নান্দাইল প্রেসক্লাবের সভাপতি প্রভাষক মাহবুবুর রহমান বাবুল, নান্দাইল নরসুন্দা ব্লাড ডোনেট সোসাইটির সভাপতি মোঃ জাকির হেসেন ভূইয়া, বাংলাদেশ আওয়ামী স্বাধীনতা প্রজন্ম লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক শেখ এনামুল হক রনি সহ আরো অনেকেই।

আলোচনা শেষে সংগঠনের নিজ অর্থায়নে এলাকার বিভিন্ন স্কুল ও মাদ্রাসার গরীব ও মেধাবী ছাত্র-ছাত্রীদের মাঝে শিক্ষাসামগ্রী বিতরন করা হয়। এসময় মরহুম আব্দুল জলিল শিক্ষা ফাউন্ডেশনের উপদেষ্টা হাসান মাহমুদ বোরহান ও মাহবুবুল আলম, সিনিয়র সভাপতি হাসান ভুইয়া হৃদয়, সাংগঠনিক সম্পাদক বেলায়েত হোসেন বুলবুল, সদস্য স্বপন, আঃ আজিজ, রাজু মিয়া, রাকিব, বুলবুল, পরান সহ আরো অনেকেই উপস্থিত ছিলেন।