ঘোড়াঘাটে যুবলীগের শহীদদের স্মরণে পুষ্পাঞ্জলি অর্পণ

0
76

ঘোড়ঘাট (দিনাজপুর) প্রতিনিধিঃ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে দিনাজপুরের ঘোড়াঘাট সদর ইউনিয়ন যুবলীগের পক্ষ থেকে একুশের প্রথম প্রহরে শহীদ মিনারে ৫২র ভাষা শহীদদের স্মরনে পুষ্পাঞ্জলি দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন দলের নেতাকর্মীরা।

রবিবার রাত ১২ টা ১ মিনিটে ঘোড়াঘাট উপজেলা কেন্দীয় শহীদ মিনারে (ওসমানপুর) পুষ্পাঞ্জলি দিয়ে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন, উপজেলা চেয়ারম্যান আব্দুর রাফে খন্দকার সাহানশা, মহিলা ভাইস চেয়ারম্যান রুশিনা সরেন, ঘোড়াঘাট সদর ইউনিয়ন যুবলীগের সভাপতি মোঃ জোবাইদুল ইসলাম, সাধারণ সম্পাদক নজরুল ইসলাম লাজু, সাংগঠনিক সম্পাদক সরকার মোহাম্মদ বিপ্লব, ৪ নং ওয়ার্ড সভাপতি মোঃ মুনসুর আলী সহ আরো অনেকে।