রাজারহাটে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে নানা কর্মসূচী পালিত

0
84

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি : রাজারহাটে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক মাতৃভাষা ও মহান শহীদ দিবসে নানা কর্মসূচী পালিত হয়েছে।

একুশের প্রথম প্রহরে উপজেলা পরিষদের পক্ষে উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পী,উপজেলা প্রশাসনের পক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা নুরে তাসনিম,রাজারহাট থানার অফিসার ইনচার্জ রাজু সরকার,উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ¦ আব্দুস ছালাম চাষী,রাজারহাট প্রেসক্লাবের সাধারন সম্পাদক আসাদুজ্জামান আসাদ সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান,রাজনৈতিক সংগঠন,সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রধান সহ সামাজিক-সাংস্কৃতিক প্রতিষ্ঠানগুলো উপজেলা কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধাঞ্জলী অর্পন করেন।

এরপর ভাষা শহীদদের আত্নার মাগফিরাত কামনার্থে বিশেষ প্রার্থনা অনুষ্ঠিত হয়।
২১ফেব্রুয়ারী সকালে উপজেলা প্রশাসন জাতীয় জীবনে একুশের চেতনা শীর্ষক আলোচনা সভা ও পুরস্কার বিতরনের আয়োজন করে। এছাড়া বাদ যোহর বিভিন্ন্ মসজিদে শহীদদের আত্নার মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য গত কয়েকদিন ধরে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশ গ্রহনে উপজেলা অফিসার্স ক্লাবে চিত্রাঙ্কন প্রতিযোগীতা,কবিতা আবৃতি,দেশাত্ববোধক গান প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে।