নিরাপদ ক্যাম্পাসের দাবিতে রাবি শিক্ষার্থীদের বিক্ষোভ

0
108

রাবি প্রতিনিধি: বিশ্ববিদ্যালয়ের হল খুলে দেয়া এবং নিরাপদ ক্যাম্পাসের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীরা। শনিবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের আমতলা থেকে মিছিল শুরু হয়ে প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে। পরে বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিজীবী স্মৃতিফলকের সামনে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় শিক্ষার্থীরা ক্যাম্পাস ও হল খুলে না দেয়া পর্যন্ত লাগাতার আন্দোলনের হুঁশিয়ার দেয়।

বিক্ষোভ মিছিলে তারা- ‘ভ্যাক্সিন আনো ভ্যাক্সিন দাও, ক্যাম্পাস খুলে দাও’, ‘আমার ভাইকে মারলো কেন প্রশাসন জবাব চাই’ বলে স্লোগান দিতে থাকে।

সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ক্যাম্পাস বন্ধ থাকায় শিক্ষাজীবন প্রায় স্থবির হয়ে পড়েছে। ক্যাম্পাস বন্ধ থাকলেও বেশিরভাগ শিক্ষার্থীরা ক্যাম্পাসে চলে এসেছে এবং তারা মেসে থাকতে শুরু করেছে। জাবি, ববির মেসে অবস্থান করা শিক্ষার্থীরা স্থানীয়দের নির্যাতনের শিকার হয়েছে। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা এঘটনার পুনরাবৃত্তি চাই না৷ পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস যেন নিরাপদ থাকে সেই আহ্বান জানাচ্ছি। এসময় শিক্ষার্থীরা হল খুলে না দিলে তীব্র আন্দোলনের ঘোষণা দেয়।

তারা আরও বলেন, রাবির ২০২০ সালের পরীক্ষার্থীদের বিষয়ে একাডেমিক কাউন্সিলে পরীক্ষার ব্যাপারে উপযুক্ত কোন সিদ্ধান্ত নেয়নি প্রশাসন। এতে করে আমরা দীর্ঘ জটের সম্মুখীন হতে যাচ্ছি, পাশাপাশি মানসিকভাবে ভেঙে পড়ছি। হল খুলে পরীক্ষা গ্রহণের জোর দাবি জানাচ্ছি।