অনুমোদিত মূলধন বাড়াবে উত্তরা ব্যাংক

0
99

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি উত্তরা ব্যাংক লিমিটেড অনুমোদিত মূলধন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। কোম্পানিটি ৬০০ কোটি টাকা থেকে এক হাজার কোটি টাকা পরযন্ত মূলধন বাড়াবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, কোম্পানিটি সংঘস্বারক সংশোধন করে মূলধন বাড়াবে। উত্তরা ব্যাংক বিশেষ সাধারণ সভায় (ইজিএম) শেয়ারহোল্ডারদের সম্মতি ও নিয়ন্ত্রণ সংস্থার অনুমোদন সাপেক্ষে মূলধন বাড়াতে পারবে।উল্লেখ্য, করোনা ভাইরাসের কারণে গত দুই মাসেরও বেশি সময় পুঁজিবাজার বন্ধ থাকায় কোম্পানিটি ইজিএমরে তারিখ নির্ধারণ করেনি।