চট্টগ্রামে ইয়াবাসহ গ্রেফতার ২

0
92

চট্টগ্রামে অভিযান চালিয়ে ৮ হাজার ১শ’ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ীরা হলেন- মো ইউসুফ এবং আবু ছাদেক মোহাম্মদ সায়েম। সোমবার রাতে লোহাগাড়া সদরে এ অভিযান চালানো হয়।

চট্টগ্রামের পুলিশ সুপার এস এম রশিদুল হক বলেন, মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া অংশ চেক পোস্ট বসানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে একটি মাইক্রো জব্দ করা হয়। অভিযানে মাইক্রো থেকে ৮ হাজার ১শ’ পিস ইয়াবা জব্দ করা হয়। গ্রেফতার করা হয় দুই মাদক ব্যবসায়ীকে। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।