শ্রীনগরে মানসিক ভারসাম্যহীন যুবকের লাশ উদ্ধার

0
117

আরিফুল ইসলাম শ্যামল: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পাটাভোগ ইউনিয়নের ফৈনপুর এলাকা থেকে মানসিক ভারসাম্যহীন রুবেল চোকদার (৪০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুর ২ টার দিকে ফৈনপুর গ্রামের একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়। রুবেল চোকদার জেলার পার্শ্ববর্তী লৌহজং উপজেলার কনকসার ইউনিয়নের সিংহের হাঁটি গ্রামের আব্দুল রাজ্জাকের ছেলে।

স্থানীয়রা জানায়, ভারসাম্যহীন ওই যুবককে প্রায় সময়ই রাস্তা রাস্তায় হাটতে দেখা যেত। খালেদা বেগম (৪০) নামে এক নারী বলেন, গত ১২ ফ্রেরুয়ারি যুবকটিকে পুকুরের পানিতে পরে থাকতে দেখি। পরে তাকে পানি থেকে উঠিয়ে বাড়ি থেকে শার্ট পেন্ট এনে তাকে পরিয়ে দিয়েছি। খাবারও খেতে দেই। সে সময় তার পরিচয় জানতে চাইলে যুবকটি কোনও কথা বলেননি।

এব্যাপারে শ্রীনগর থানার অফিসার ইনচার্জ মো. হেদায়াতুল ইসলাম ভূঞা বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করি। অনুসন্ধানে প্রাথমিকভাবে জানা যায় যুবকের নাম রুবেল চোকদার। সে লৌহজং উপজেলার কনকসার এলাকার আব্দুল রাজ্জাক চোকদারের পুত্র।