মির্জাগঞ্জে ফ্লীম স্টাইলে ডাকাতি!

0
154

মির্জাগঞ্জ উপজেলা প্রতিনিধি: পটুয়াখালীর মির্জাগঞ্জের মজিদবাড়িয়া ইউনিয়নে একই রাতে দুই বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতরা নগদ ৭০ হাজার টাকাসহ ২০ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে গেছে।

গত মঙ্গলবার (১৫ ফ্রেরুয়ারী) রাতে পৃথক সময়ে এ ডাকাতির ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে  ডাকাত দল জানালার গ্রীল কেটে মোঃ রুস্তম আলী খানের বাড়ীর ভেতরে প্রবেশ করে পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে।

এ সময় তারা আলমারি ভেঙে নগদ ২০ হাজার টাকা ও ৫ ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। একইভাবে সংঘবদ্ধ ডাকাত দল রাতে কোয়াটার কিঃ মিঃ উওরে মোঃ কামাল হেসেন এর প্রধান ফটক ভেঙ্গে নগদ ৫০ হাজার টাকা ১৫ ভরি সহ স্বর্নালংকর নিয়ে পালিয়ে জায়।

মজিদবাড়িয়া ইউপি চেয়ারম্যান মোঃ গোলাম সরোয়ার কিসলু বলেন, ডাকাত দল ঘরের লোকজনকে অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালংকার ও নগদ টাকা লুট করে নিয়ে যায়।

এ বিষয়ে জানতে মির্জাগঞ্জ থানার ওসি এম আর শওকত আনোয়ার ইসলাম মুঠোফোনে জানান মামলা প্রক্রিয়াধীন এবং তদন্ত করে ব্যবস্থা গ্রহন করা হবে।