শ্রেষ্ঠ করদাতা হলেন রাজ গ্রুপের চেয়ারম্যান আবু তাহের রাজু

0
137

স্টাফ রিপোর্টার: সচ্ছ ও আধুনিক করা সেবা প্রদানের মাধ্যমে করদাতা বান্ধব পরিবেশ নিশ্চিতকরণ ” আয়করের প্রবৃদ্ধি দেশ ও দশের সমৃদ্ধি এই স্লোগানে ট্যাক্স কার্ড ও সম্মামনা প্রদান অনুষ্ঠান ২০২০ এ চট্রগ্রাম সিটির শ্রেষ্ঠ করদাতা হয়েছেন রাজগ্রুপ এর চেয়ারম্যান আবু তাহের রাজু।

গত বৃহস্পতিবার চট্রগ্রাম ট্যাক্সেস ক্লাবে আয়োজিত সম্মামনা অনুষ্ঠানে রাজগ্রুপ এর চেয়ারম্যান আবু তাহের রাজুর পক্ষে তার ছেলে এমডি আবু রাসেদ জুয়েল সম্মামনা স্মারক গ্রহণ করেন। উল্লেখ: অতীতে দেশের শ্রেষ্ঠ করদাতা হিসেবে সম্মামনা সনদ পেয়েছেন রাজগ্রুপ এর চেয়ারম্যান আবু তাহের রাজু।