কোভিড ১৯ টিকাদানকারীদের জন্য হিজলা উপজেলা প্রশাসনের ভিন্ন উদ্যোগ

0
90

হিজলা প্রতিনিধি: মেঘনা নদী বেস্টিত ৬ টি ইউনিয়ন নিয়ে গঠিত বরিশালের হিজলা উপজেলা এর ৬ টি ইউনিয়নের মধ্যে ২ টি ইউনিয়ন উপজেলা সদরের সাথে যোগাযোগ থাকলেও বাকি ৪ টি ইউনিয়ন নদীর চরাঞ্চলের ৫ টি খন্ডে বিভক্ত।

ঐ চরাঞ্চলের সাধারন মানুষকে কোভিড ১৯ ভ্যাক্সিন দেওয়ার জন্য উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে আসার জন্য উপজেলা হিজলা গৌরবদী ইউনিয়নের একতা বাজার খেয়াঘাট টু পুরাতন হিজলা খেয়া ঘাট পর্যন্ত উপজেলা প্রশাসনের উদ্যোগে ফ্রী ট্রলার সার্ভিস ও পুরাতন হিজলা থেকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পর্যন্ত ইজিবাইক এর ব্যবস্থা করে উপজেলা প্রশাসন। উপজেলা প্রশাসনের এ ভিন্ন উদ্যোগকে সাদুবাদ জানিয়েছে সচেতন মহল।

উপজেলা নির্বাহী অফিসার বকুল চন্দ্র করিরাজ জানায়, উপজেলা চরাঞ্চলের নিন্ম আয়ের মানুষেয় জন্য আমরা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে নদীতে ফ্রি ট্রলার ও ইজি বাইকের ব্যবস্থা করেছি। যাহাতে উপজেলার ৪০ বছররের উদ্ধে সকল নাগরিক কেভিড ১৯ টিকা গ্রহন করতে পারে সে জন্য আমাদের পক্ষ থেকে উপজেলা সকল এলাকায় প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে এবং সকল ব্যবস্থ অব্যাহত থাকবে।