দিনাজপুর সরকারি কলেজে “প্রেমবঞ্চিতদের বিক্ষোভ”

0
513

দিনাজপুর সরকারি কলেজ ও বিশ্ববিদ্যালয়ে প্রেমবঞ্চিত সংঘের ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে শিক্ষার্থীরা। এ বছরে প্রতিপাদ্য ছিল ‘কেউ পাবে তো কেউ পাবে না তা হবে না হবে না’।

রবিবার (১৪ ফেব্রুয়ারি) সকাল ১১ টায় মধ্যমাঠ চত্বর থেকে এই ব্যতিক্রম বিক্ষোভ মিছিল শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এই সময় ‘তুমি কে আমি কে, বঞ্চিত বঞ্চিত, দেহ দিয়ে প্রেম নয় মন দিয়ে প্রেম হয়, প্রেমের নামে প্রহসন চলবে না চলবে না’ এমন স্লোগানে মুখরিত হয় পুরো ক্যাম্পাস।
প্রেম বঞ্চিত সংঘের সভাপতি সোহেল রানা বলেন, ‘আমরা প্রেমের বিরোধী নয়, আমরা প্রেমের পক্ষে কিন্তু পুঁজিবাদী একপক্ষীয় প্রেমের বিপক্ষে। সকল মানবিক প্রেম থেকে যারা বঞ্চিত তাদের অধিকার আদায়ে বদ্ধ পরিকর’।

এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেম বঞ্চিত সংঘের সাধারণ সম্পাদক সুশীল চন্দ্র রায়, তানভিরুজ্জামান রুপম, বরকত আলী, সাহেদ,রাফি,সোহাগ, সেলিম, আবু লাইছ সহ আরো ২০০ শতাধিক প্রেমবঞ্চিত সদস্য উপস্থিত ছিলো।