জাপানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

0
83

শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠেছে জাপান। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৩। জাপানের পূর্বাঞ্চলীয় উপকূলে শনিবার স্থানীয় সময় রাত ১১টা ৮ মিনিটে ভূমিকম্পটি আঘাত হানে।

ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল উপকূলীয় শহর নামি থেকে ৭৩ দশমিক ৯ কিলোমিটার উত্তর-পূর্বে ভূপৃষ্ঠ থেকে প্রায় ৫৭ কিলোমিটার গভীরে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)।

আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩০ জন আহত হয়েছে ও বিভিন্ন সড়কে ভূমিধস হয়েছে। জাপানের সরকারি সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, ভূমিকম্পটি শক্তিশালী হলেও এতে কোনও সুনামি সতর্কতা জারি করা হয়নি। ক্ষতিগ্রস্তদের সুরক্ষা দিতে উদ্ধার অভিযান শুরু হয়েছে।